
ফেনীর দাগনভুঞায় ইজারার টাকা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে ৩৮ জনকে গ্রেফতার করেছেন।
১৫ এপ্রিল, মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে সারাদিন দাগনভুুঞা পৌর শহর উত্তপ্ত ছিল।
জানা গেছে, উপজেলা প্রশাসন থেকে টেন্ডারের মাধ্যমে ইজারা গ্রহিতা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেনের অনুসারী যুবদল নেতা স্বপন লোকজন নিয়ে ইজারার টাকা তুলতে গেলে প্রতিপক্ষ জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ সভাপতি কাজি ফটিকের লোকজন বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। উভয় পক্ষ অস্ত্র ও ক্যাডার নিযে নিজেদের শক্তি প্রদর্শন করে। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ৩৮ জনকে গ্রেফতার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পৌরবাসির মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, আতঙ্ক সৃষ্টিকারীরা নিজেদের বিএনপি নেতাকর্মী ও উপজেলা নেতাদের অনুসারি দাবী করলেও আসলে তারা টেন্ডারবাজ এবং চাঁদাবাজ। তারা এক সময় দাগনভুুঞার সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের অনুসারী। ৫ আগষ্টের পর তারা ভোল পাল্টিয়ে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী হয়ে যায়। ৫ আগস্টের পর দাগনভুুঞায় বিএনপির দুই পক্ষের দ্বন্ধে অন্তত ২০ টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজি ফটিক বলেন, অন্যায়ভাবে মহাসড়কে ইজারার নামে চাঁদা নেয়ার সময় শ্রমিকদের সাথে আকবর গ্রুপের সংঘর্ষ হয়। তাৎক্ষণিক প্রশাসন ব্যবস্থা নেয়ায় জনমনে স্বস্তি ফিরেছে।
উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন বলেন, হামলা ও সংঘর্ষে জড়িতদের সাথে বিএনপির কোন সম্পর্ক নেই।
দাগনভুঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ধৃত ৩৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]