গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা হাকিমপুরে অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২৩:০১
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা হাকিমপুরে অনুষ্ঠিত
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামে পহেলা বৈশাখের বাড়তি আনন্দ উপভোগ করতে হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই পাতা খেলা উপলক্ষে হিলিসহ আশ পাশের বিভিন্ন এলাকা থেকে ৬টি ‘তান্ত্রিক’ দল অংশ গ্রহণ করে।


সোমবার (১৪ এপ্রিল) বিকেল ৩টা 'ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সম্মতি ও মৎস্য চাষি সমবায় সমিতির আয়োজনে পাতা খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার আগ পর্যন্ত চলে খেলা। খেলার জন্য মাঠের মাঝখানে লাগানো হয় কলাগাছ।


দলের পক্ষে তান্ত্রিকরা একজন করে মন্ত্র দিয়ে পাতারূপী তুলারাশির ৩-৪ জনকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের ‘মন্ত্রের’ মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টেনে বশ করতে পারবে, সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিচারকরা বিজয়ী ঘোষণা করেন।


এ জন্য ‘তান্ত্রিক’রা সঙ্গে মানুষের মাথার খুলি, লাঠি, জবাফুল, মন্ত্র পড়া বদনাভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতি, হরিণের শিংসহ বিভিন্ন প্রকার গাছের শিকড় ও গাছের বাকল ব্যবহার করেন। এর সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র।


এ খেলা উপভোগ করতে ইটাই ভূমিহীন মাঠে আশপাশের গ্রামের নারী ও পুরুষ উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।


আয়োজকরা সন্ধ্যায় আলিহাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মোঃ তসলিম উদ্দিনের ‘তান্ত্রিক’দলকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী দলকে স্মার্ট ফোন ও রানার্সআপ হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মিয়ার দলকে গামছা, প্লেট ও একটি বই দেয় আয়োজক কমিটি। এছাড়া খেলায় অংশগ্রহণকারী সব দলকেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। তন্ত্রমন্ত্র দিয়ে এ খেলা করে থাকেন।


খেলার আয়োজক কমিটির মোঃ মাসুদ রানা, দেলোয়ার হোসেন, আনাম আলী, শামসুল ও ইউসুফ আলী বলেন, এত মানুষ খেলা দেখতে আসবে, তারা ধারণাই করতে পারেননি। অনেক আগে এ খেলার প্রচলন ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী পাতা খেলা হারিয়ে যেতে বসেছে। তাই পহেলা বৈশাখ ও বর্ষবরণ উপলক্ষে আজকে এই আয়োজন করা হয়েছে।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com