
বান্দরবান জেলার লামা উপজেলায় তামাক চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আয়েশা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বড়বিল পাড়ায়। আয়েশা বেগম বড়বিল পাড়ার বাসিন্দা আব্দুল হাকিমের স্ত্রী।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বড়বিল পাড়ার জৈনক তৌহিদ আলমের তামাক চুল্লীতে আয়েশা বেগমের ছেলে মীর আহমদের তামাক পোড়ানো হত। এ কারণে চুল্লীতে মীর আহমদের কিছু তামাক থেকে যায়। তৌহিদ আলমের সাথে তামাক লেনদেনকে কেন্দ্র করে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের জব্বর আলীর ছেলে রুবেল ভুলক্রমে চুল্লী থেকে মীর আহমদের চার কেজি তামাক নিয়ে যায়। এ নিয়ে রুবেল ও মীর আহমদের মধ্যে কথাকাটাকাটির হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মীর আহমদের মা আয়েশা বেগম গুরুতর আহত হন।
স্থানীয়রা আয়েশা বেগমকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে আয়েশা বেগম মারা যান।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহত আয়েশা বেগমের লাশ কক্সবাজার সদর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে সামান্য তামাক নিয়ে এমন ঘটনা খুবই দুঃখজনক বলে জানান, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুসিং মার্মা।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]