
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে বিভিন্ন ব্রান্ডের নকল নারিকেল তেল, সরিষার তেল, গাওয়া ঘি, ডিটারজেন্ট পাউডার, আচার সহ বিভিন্ন তেল তৈরি ও বাজারজাত করার অভিযোগে আসপদ্দী একটি বাড়ি থেকে একটি অবৈধ তেলের কারখানা জব্দ করা হয়েছে।
এলাকাবাসী জানান স্থানীয় আব্দুস সালামের বাসায় তার জামাই শামীম আকন নানে এক ব্যক্তি দীর্ঘ দিন ধরে এ ধরনের অবৈধ ব্যবসায় চালিয়ে আসছিল। অভিযানের খবর শুনে বাসার সকলে পালিয়ে যায়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এন এস আই)' গোপন সংবাদে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা নেতৃত্বে অভিযান পরিচালনা করে।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবাশীষ রায় উপস্থিত ছিলেন। এসময় জব্দ কৃত প্রায় ২ লাখ টাকার ভেজাল নারিকেল তেল, কেমিকেল, ঘি তৈরির সরঞ্জাম এবং বিভিন্ন নামে কোম্পানির লেভেল পুড়িয়ে বিনষ্ট করে।
বিবার্তা/রবিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]