পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ২১:১৫
পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশি আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পঞ্চগড় সীমান্তে দিয়ে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩ জনকে আটক করেছে বিজিবি।


বুধবার রাত ৯ টা ৪৫ মিনিটে জেলার বোদা থানার মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপুর্ণ সীমান্ত পিলার ৭৭৪/৪-আর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাহাড়ীপাড়া এলাকা থেকে আটক করেন ৫৬ বিজির অধীন্যন্থ মালকাডাঙ্গা বিওপির একটি চৌকস দল।


আটককৃতরা হলেন, বোদা থানার নয়াদিঘী নন্দপাড়া গ্রামের শ্রী জগদিস চন্দ্র রায়ের পুত্র শ্রী পরিতোষ কুমার(২৭), পরিতোষের স্ত্রী শ্রী রাধীকা রানী (২৩) ও পরিতোষের কণ্যা বৈষ্ণবী রানী (৩) ।


বিজিবি সূত্রে জানা যায়, আটক পরিতোষ তার পরিবার নিয়ে আনুমানিক ২মাস ১৫দিন পূর্বে কাজের প্রলোভনে দালাল চক্রের মাধ্যেমে ভারতে গমন করেন এবং শিলিগুড়িতে অবস্থান করেন। বুধবার দিবাগত রাতে দালাল চক্রের মাধ্যমে ২০ হাজার টাকা চুক্তিতে বাংলাদেশে প্রবেশেকালে বিজিবির হাতে আটক হয় ওই পরিবারটি। এসময় দালাল চক্রের দুই সদস্য পালিয়ে যায়। আটক ব্যক্তিদের কাছথেকে দুইটিমোবাইলফোন, ভারতীয় রুপি ২৩০০ ও বাংলাদেশী নগদ ২৭৮ টাকা জব্দ করে বিজিবি। পরে তাদেরকে বোদা থানায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে থানার মাধ্যমে শিশু বৈষ্ণবী রানী (৩)কে তার আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়।


নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিনের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এএসপি জানান, আটককৃতদের আইনি প্রকৃয়া শেষে বোদা থানায় হস্তান্তর করা হয়েছে। শিশুটিকে থানার মাধ্যমে তার আত্মীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান তিনি।


বিবার্তা/বিপ্লব/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com