উদ্ধার হয়নি আগের ৪২টি ট্রান্সফরমার
আত্রাইয়ে ফের ৬টি ট্রান্সফরমার চুরি
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৬:৪৪
আত্রাইয়ে ফের ৬টি ট্রান্সফরমার চুরি
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর আত্রাইয়ে আবারো ট্রান্সফরমা চুরির ঘটনা ঘটেছে। ১৯ মার্চ, বুধবার গভীর রাতে উপজেলার দমদমা মাঠ ও একই এলাকার দিঘা রুইয়ের বিল এলাকা থেকে দুটি গভীর নলকূপের ৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।


এর আগে গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত:৪২টি ট্রান্সফরমার চুরি হলেও এখ নপর্যন্ত পুলিশ উদ্ধার কিম্বা কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে কৃষকদের মাঝে চরম আতংক ছড়িয়ে পরেছে।


উপজেলার দিঘাগ্রামের আব্দুর গফুর জানান, রুইয়ের বিল নামক মাঠে বরেন্দ্রের আওতায় গভীর নলকূপ রয়েছে। তিনি ওই নলকূপে অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন। বুধবার গভীর রাতে পাহাড়াদার বাড়ীতে চলে আসলে সকালে গিয়ে দেখেন নলকূপের তিনটি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরেরা।


অপরদিকে একই এলাকার দমদমা গ্রামের আক্কেল আলী জানান,তাদেরও বরেন্দ্রের আওতায় নলকূপের তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে চোরেরা। তবে চুরির এসব বিষয়গুলো বরেন্দ্র কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


আত্রাই উপজেলা বরেন্দ্র বহুমূখি উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী আলী হাসান, ঘটনার সত্যতা শিকার করে বলেন,এসব ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় অভিযোগ দেয়া হবে। তবে এর আগে গত ছয় মাসে বরেন্দ্রের আওতায় গভীর নলকূপের অন্তত ২৯টি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।


নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আত্রাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আব্দুল আলিম জানান,গত ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ব্যাক্তি মালিকানা গভীর নলকূপের প্রায় ১৩টি বৈদ্যতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোন ট্রান্সফরমার উদ্ধার কিম্বা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।ফলে কৃষকরা চরম আতংকে রযেছেন।


আত্রাই থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন বলেন, গত রাতে ট্রান্সফরমার চুরির ঘটনা ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আগের চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারসহ জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/সাহাজুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com