আল ইখওয়াহ ফাউন্ডেশনের উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২২:০৪
আল ইখওয়াহ ফাউন্ডেশনের উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় আল ইখওয়াহ ফাউন্ডেশনের উদ্যোগে দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


সকল শহীদগণের স্মরণে বুধবার (১৯ মার্চ) শহরের পূর্ব পাইকপাড়ার সিলভার ফর্ক কনভেনশন হলে এ দুআ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আল ইখওয়াহ ফাউন্ডেশনের সদস্য হাফেজ মুফতি আব্দুল্লাহ কাফি ও মুফতি ইয়াসিন আরফাত নবীনগরীর যৌথ সঞ্চালনায় দুআ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আমীর ও জামিয়া ইউনুছিয়ার মুহতামিম আল্লামা মুফতী মুবারক উল্লাহ।


উক্ত দুআ ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য আলহাজ নুরে আলম সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম, হেফাজত নেতা মাওলানা ইউসুফ ভূইয়া, মুফতি ইয়াসিন আরাফাত বিরাসারী, মাওলানা বেলাল, বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান শফিক, রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক কামরুল ইসলাম, কওমি ব্লাড ব্যাংক এর সভাপতি মাওলানা মাসুদুর রহমান খান ও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন প্রমূখ।


দোয়া পরিচালনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলাম সদর উপজেলার সাধারণ সম্পাদক মুফতি মাজহারুল হক কাসেমী।


এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম রাব্বানী, মুফতি জাকারিয়া, মাওলানা বোরহান উদ্দিন আল মতিন, জামাত নেতা ওসমান গণী ও এমরান মিয়া, হাফেজ আবুল হাসান, মাওলানা খালেদ সিরাজী,হাফেজ ইসহাক আল মামুন, হাফেজ শফিক আজিজী, মুফতি মাহমুদ হাসান, মাওলানা আব্দুল মুমিন ফুয়াদ, মুফতি রহমত উল্লাহ কাসেমী, হাফেজ ইকবাল আজাদী, কওমি ঐক্য পরিষদের মাওলানা তারেক জামিল, গণঅধিকার পরিষদের হাসান, বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের সিয়াম আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া হেল্প লাইনের প্রতিষ্ঠাতা গোলাম কিবরিয়া খান।


আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন আল- ইখওয়াহ সংগঠনের সদস্যদের মাঝে ছিলেন হাফেজ মাওলানা জসিম মাহমুদ, হাফেজ মাওলানা মাসউদ রানা, মুফতি আমির হামজা, হাফেজ ফুরকান আহমদ, মাওলানা সফিউল্লাহ সাদিকী, মাওলানা ফাইজুল ইসলাম, মুফতি বিন ইয়ামিন, হাফেজ মাওলানা কাজী আকরাম,মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আমিন বিন আব্দুল খালেক, মাওলানা যুবায়ের মুর্তাজা, হাফেজ জুম্মান,হাফেজ আব্দুর রহমান।


ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর, ব্রাহ্মণবাড়িয়া যুব ফোরাম, সম্মিলিত কওমী প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া, হুফফাজুল কুরআন, ক্লিন ব্রাহ্মণবাড়িয়া, আলোকিত ব্রাহ্মণবাড়িয়া, হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com