
বাগেরহাটের মোংলায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আলী মোল্লা (৩৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
১৯ মার্চ, বুধবার দুপুরে পৌর শহরের পাওয়ার হাউজ এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক আলী মোল্লা খুলনা সদরের মৃত মাজেদ মোল্লার ছেলে। সে কাজের প্রয়োজনে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলো।
স্থানীয়রা জানান, চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ভুক্তভোগী শিশুটিকে কৌশলে মোংলা পোর্ট প্রাইমারি স্কুলের পার্শ্ববর্তী পুকুর পাড়ে ডেকে নিয়ে যায় অভিযুক্ত যুবক। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতনের চেষ্টা চালানো হয়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত আলীকে হানোতে ধরে ফেলে।
পরে উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে দেয়।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]