
মোংলার দিগরাজ ব্যাংক রোড মসজিদ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে আসা ২৫৬ বোতল বিভিন্ন ক্যাটাগারির মদ জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (১৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ড অভিযান চালিয়ে এ মদের চালান জব্দ করে।
এসময়ে ঐ এলাকার সাধারন মানুষএ ঘটনায় বিহ্মোভ প্রকাশ করেন। সকল স্তরের জনসাধারণ ও মুসল্লিরা হ্মুদ্ধ হয়ে প্রতিবাদ মিছিল সহকারে এসে ঘটনাস্থলে জড়ো হয়।
প্রশাসনের নিকট এ আবাসিক এলাকায় মদের কারবারি বন্ধের দাবিদাবা তুলে ধরেন। সমাজের যুবসমাজকে ধ্বংসের পথে নিচ্ছে এমন কাজ থেকে বিরত থাকতে হবে বলে স্লোগান দেয়।
আবাসিক এলাকায় মদের গোডাউনের কোন প্রশ্রয় দেওয়া হবে না দ্রুত সিলগালা করে এ গোডাউন মালিককে বিচারের আওতায় আনতে হবে বলে এলাকাবাসী প্রসাসনের কাছে জোর দাবি জানায়।
পরে জব্দকৃত বিভিন্ন ক্যাটাগরির ২৫৬ বোতল মদ কোস্টগার্ডের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]