
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে ওই কিশোরী রেললাইনে শুয়ে ছিল বলে ভাষ্য পুলিশের।
১৭ মার্চ, সোমবার সকালে উপজেলার চরঘাটিনা রেলগেটের পাশে এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই তপন ঘোষ জানান।
নিহত রিতু খাতুন (১৪) উপজেলার কালিগঞ্জ গ্রামের প্রয়াত জালাল উদ্দিনের মেয়ে।
এসআই তপন ঘোষ বলেন, মেয়েটি রেললাইনের উপর মাথা দিয়ে শুয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। সকালে সলপ থেকে উল্লাপাড়াগামী একটি মালবাহী ট্রেন ঘটনাস্থল অতিক্রম করার সময় কাটা পড়ে ওই কিশোরীর শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি বলেন, বাবা-মা মারা যাওয়ার পর থেকে নিজ বাড়িতে ভাই-ভাবির সঙ্গে থাকত রিতু। সে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এক বছর ধরে আর স্কুলে যায় না। রিতু কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিল বলে দাবি স্বজনদের।
কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই তপন।
বিবার্তা/কাইয়ুম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]