
নাটোরের সিংড়ায় জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টায় বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার অ্যাসোসিয়েশনের আয়োজনে কেন্দ্রীয় কর্মস‚চির অংশ হিসেবে সিংড়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালায়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেন, ২০০৭-২০০৮ সালে দেশের ক্লান্তি লগ্নে আমাদের সুপারভাইজার যারা শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন, শিক্ষক, সিভিল প্রশাসন, নির্বাচন কমিশন ও সেনাবাহিনীসহ ছবিসহ ভোটার তালিকা করা হয়েছে। এটা রহিত করা ঠিক নয়।
উল্লেখ্য সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিংড়া উপজেলা নির্বাচন কমিশনার তার নিজ দায়িত্বে এনআইডি সেবা কার্যক্রম বন্ধ রাখেন।
বিবার্তা/রাজু /এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]