
পাবনায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে পাবনা সিভিল সার্জন অফিসের কনফারেনন্স রুমে সাংবাদিকগণের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পাবনার সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ'র সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তার,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও ডেপুটি সিভিল সার্জন খাইরুল কবির।
এজেলায় ৯টি উপজেলায় ৭৪টি ইউনিয়ন ৪টি পৌরসভায় ১৯৩০টি কেন্দ্রে ১৫ মার্চ ২০২৫ খ্রি. সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক যোগে ৬মাস থেকে ৫৯ মাস প্রর্যন্ত শিশুদের কে জাতীয় ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাওয়ানোর জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়। রাতকানা রোগ প্রতিরোধে, শিশুর সাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ভিটামিন “এ” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিবার্তা/পলাশ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]