
লক্ষ্মীপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি মো. বোরহানকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে বুধবার (১২ মার্চ) রাতে নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বোরহানকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত বোরহান নোয়াখালীর চাটখিল উপজেলার পশ্চিম দেলিয়াই গ্রামের খাদুয়া বাড়ির মাওলানা অলি উল্লাহর ছেলে।
র্যাব জানায়, ২০১৫ সালের ১৮ মে মামুনুর রশিদ খান নামে এক ব্যক্তি চাটখিলের দেলিয়াই বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পূর্ব আমানি গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি করা হয়। এতে তিনি মারা যান। এ ঘটনায় পরদিন ভিকটিমের ভাই ফখরুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে মামলায় আদালত রায় প্রদান করেছেন। এতে গ্রেফতার বোরহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ের সময় বোরহান আদালতের অনুপস্থিত ছিলেন। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন।
র্যাবের নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বোরহান দীর্ঘদিন পলাতক ছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আমরা চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। র্যাব তাকে গ্রেফতার করে আমাদের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার দুপুরে আমরা তাকে নোয়াখালী আদালতে সোপর্দ করেছি।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]