নরসিংদীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে প্রেস ব্রিফিং
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০১:০৬
নরসিংদীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে প্রেস ব্রিফিং
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার (১২ মার্চ) নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেন কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম এতে সভাপতিত্ব করেন।


প্রেস ব্রিফিং সিভিল সার্জন জানান, আগামী ১৫ মার্চ, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে নরসিংদী জেলার ৬টি উপজেলার ১৭৬৪টি কেন্দ্রে প্রায় চার লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৯০৮ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৮ হাজার ৫৫৪ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।


এই ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন নরসিংদী সিভিল সার্জন ডা. মো. সৈয়দ আমিরুল হক শামীম।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়, আব্দুর রহমান ভূইয়া, মোর্শেদ শাহরিয়ার, সাংবাদিক মনজিল এ মিল্লাত, আমজাদ হোসেন প্রমুখ। প্রেস ব্রিফিং—এ মাল্টিমিডিয়া উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার সাহা।


উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. তৃষা জাফরিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/কামরুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com