তালায় ইসলামকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২৩:৫৮
তালায় ইসলামকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দলের মধ্যে থেকে দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট, দখলবাজিকারীদের কোনো জায়গা নেই। সে যে পদের বা যার লোক হোক না কেন তাদের ক্ষমা করা হবে না। যদি উপজেলার কোনো নেতার পকেটের লোক হয় বা আমার লোক হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এ কথা বলেন।


তিনি বলেন, বিগত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনা কোথাও কথা বলতে দেয়নি। কোনো ইসলামী সভা করতে দেয়নি। ৫ আগস্ট ছাত্র জনতার রোষানলে পড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা অন্যায় ভাবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো সহ সকল জাতীয় নেতাদের মিথ্যা মামলায় পাতানো রায়ে সাজা দিয়েছিলো। আমাকেও মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিল। আমার সাথে জেলে থাকা ৫০ জনের মধ্যে ৪ জন জেলা হাজতেই মারা গিয়েছে। শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর দেশে খুন গুমের রাজত্ব কায়েম করেছিলো। এখন আর খুন গুমের কোনো সুযোগ নেই।


হাবিব বলেন, দেশে বর্তমান সরকার সংস্কার কাজ করছেন। আমরাও সংস্কার চাই তবে নুন্যতম সংস্কার করে যত দ্রুত সম্ভব একটি সুষ্টু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। কারণ সুষ্টু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বিএনপি সহ সমমনা দলগুলো আন্দোলন করেছে।


মঙ্গলবার (১১ মার্চ) বিকালে ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি খান আব্দুর রাজ্জাক, গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন প্রমুখ।


এ সময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিবার্তা/সেলিম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com