
নওগাঁর আত্রাইয়ে একটি কথিত কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাসুন্দা গ্রাম থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন বলেন,কাসুন্দা গ্রামের রাকিবুল হাসানের ছেলে হৃদয় মৃধা বাড়ী নির্মানের জন্য বাড়ীর পার্শ্বে মাটি খনন করছিলেন।
এসময় মাটির নিচ থেকে প্রায় দুই কেজি ৬৫গ্রাম ওজনের একটি পাথরের মূর্তি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ রাতেই মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কিন্তু মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা এখনো পরীক্ষা করে দেখা হয়নি। তবে প্রত্নত্বত্ত অধিদপ্তরে খবর দেয়া হয়েছে। তারা এসে পরীক্ষা করে দেখবেন এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]