
বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর-গজালিয়া সড়কের চেয়ারম্যান লেক এলাকার বেইলি ব্রিজ ধরে পড়ার ঘটনায় গাড়ি চালক মো. কবিরকে গ্রেফতার করেছে পুলিশ।
১১ মার্চ, মঙ্গলবার বিকালে উপজেলার আজিজনগর চেয়ারম্যান লেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির চট্টগ্রাম জেলার ডাবলমুরিং থানার ছোটপুল এলাকার মাওলানা নবীর বাড়ির বাসিন্দা মৃত শাহ জাহানের ছেলে।
জানা যায়, পাঁচ মেট্রিক টনের অধিক মালামাল নিয়ে ব্রীজ পারাপার হওয়া যাবে না মর্মে রাস্তার পাশে সাইনবোর্ড লাগানো হয়। কিন্তু এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে চালক কবির গত ৭ মার্চ উন্নয়ন কাজের জন্য ৪৭ মেট্রিক টন পাথর নিয়ে ১টি ১০ চাকার ড্রাম ট্রাক চেয়ারম্যান লেক সংলগ্ন বেইলি ব্রিজ পার হতে গেলে আচমকা ভেঙ্গে গাড়িসহ ঝিরিতে পড়ে যায়। পরদিন এ ঘটনায় বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী প্রাণেশ চাকমা বাদী হয়ে গাড়ি চালক কবির, ঠিকাদার প্রতিষ্ঠানের এরশাদ ও রতনের বিরুদ্ধে ৭০ লাখ টাকার ক্ষতিসাধনের মামলা দায়ের করেন।
এ প্রেক্ষিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে আজিজনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহমেদ মোর্শেদ’র নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ চাকার ঘাতক ড্রাম ট্রাকটি জব্দ ও এজাহার নামীয় কবিরকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জাল হোাসেন বলেন, ব্রিজ ভাঙ্গার ঘটনায় জড়িত গাড়ি চালক কবিরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]