পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও স্কপসহ গ্রেপ্তার ৩
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২২:০৪
পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও স্কপসহ গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬০ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত, আটটিওর অধিক মামলার আসামি মোঃ মোস্তফা (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (১১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স'সহ বিশেষ অভিযান পরিচালনা করে সরাইল উপজেলার কালিকচ্ছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা মৃত ধন মিয়ার ছেলে।


অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই কবির হোসেন, এএসআই লুৎফুর রহমান সঙ্গীয় ফোর্স'সহ বিশেষ অভিযান পরিচালনা করে সরাইল উপজেলার কুট্টাপাড়া যাত্রী ছাউনি হতে যাত্রী বেশি অবস্থান করা হৃদয় মিয়া (২৪) পিতা হান্নান মিয়া, সিঙ্গারবিল, রোকসানা বেগম (২৩) স্বামী-মইন উদ্দিন কাশিনগর। উভয় থানা-বিজয়নগর ব্রাহ্মনবাড়িয়াদের সন্দেহ হলে তল্লাশি করে তাদের দখল ও হেফাজত হতে ৩০ পিস স্কপ সিরাপসহ আটজ করা হয়।


গ্রেফতার বিষয়ে সত্যতা নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া পুলিশের চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com