
রাজশাহীর পুঠিয়া থানার ধর্ষণ চেষ্টার এক আসামিকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫ এর রাজশাহীর একটি দল সোমবার (১০ মার্চ) মধ্যরাতে নাটোর সদর উপজেলার ছাতনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এতথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সামিউল আলিম ওরফে শিহাব (২২)। রাজশাহীর পুঠিয়া উপজেলার সরিষাবাড়ি বাজারে তার বাড়ি।
র্যাব জানায়, গত ২৬ ফেব্রুয়ারি শিহাব তার সম্পর্কের এক ভাগ্নির বাড়িতে যায়। তখন তার ভাগ্নি নামাজ পড়ছিল। এসময় শিহাব পেছন থেকে তাকে জাপটে ধরে এবং শ্লীলতাহানি করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পুঠিয়া থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন ভুক্তভোগী। মামলার পর থেকেই শিহাব পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]