
ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ভাঙচুর ও বন্ধের প্রতিবাদে পঞ্চগড়ে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইট ভাটার মালিক ও শ্রমিকরা ।
মঙ্গলবার (১১মার্চ) দুপুরে পঞ্চগড় শহরের পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলসহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর সাত দফা দাবি সন্মিলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধন স্মারকলিপিতে বক্তারা বলেন, জিগজাগ ইটভাটায় কোন প্রকার হয়রানি বা মোবাইল কোর্ট করা যাবে না, তা না হলে ইট ভাটার মালিকরা ভ্যাট ট্যাক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যায়নপত্র নেয়া বন্ধ করতে হবে। পরিবেশের ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজ পত্রাদি ইস্যু/নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির, প্রত্যয়নপত্র বাধ্যতামূলকভাবে জমা দেয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। অন্যাথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন ইটভাটার মালিক ও শ্রমিকরা। মানববন্ধনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি সুফিউল্লাহ্ সুফি, সহ-সভাপতি শাহীন কবির সম্রাট, সাধারণ সম্পাদক শাহীন আলম ও কোষাধ্যক্ষ্য রাজিউল ইসলাম বাবু বক্তব্য রাখেন। এসময় জেলার ৫৪টি ইটভাটার মলিকসহ দুই শতাধিক শ্রমিক অংশ নেন ।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]