নড়াইলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ২
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ১১:৩৯
নড়াইলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ২
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের লোহাগড়ার দিননাথপাড়া গ্রামে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পান্নু মোল্যা (৩৮) ও তার আপন ভাবী শারমিন আক্তারকে (৩২) আটক করেছে পুলিশ।


সোমবার (১০মার্চ) বিকালে ওই শিশুর মা হাসিনা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলার হওয়ার তিন ঘটনার পর বিকালে লোহাগড়া থানা পুলিশ উপজেলার
লাহুড়িয়া ইউনিয়নের দিননাথপাড়া গ্রামের সোনা মোল্যার ছেলে পান্নু মোল্যা এবং তার সহযোগী বড় ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন আক্তারকে আটক করা হয়।


মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ মার্চ) স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই শিশুটি পান্নু মোল্যার বাড়ীতে বরই কুড়াতে গেলে তাকে ডেকে নিয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে পান্নু মোল্যা। পরে শিশুটি তার পরিবারকে ঘটনাটি বলে দেয়। পরে স্থানীয় মাতুব্বররা শিশুটির
মাকে মামলা করতে নিষেধ করেন। শিশুটির মা বাদী হয়ে সোমবার বিকালে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন।


শিশুর বাবা মাহাবুর রহমান জানান, আমার ছোট শিশু মেয়েটি পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকায় পান্নু মোল্যা তাকে ঘরের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি কাউকে না বলার জন্য পান্নুর ভাবী শারমিন আমার মেয়েকে শাসিয়ে দেয় । পরে বিষয়টি আমরা
জানতে পারি। এরপর গ্রামের মাতুব্বর তুজি মোল্যা, পল্লী চিকিৎসক ওবাদুর এ ঘটনায় মামলা না করে স্থানীয় পর্যায়ে মীমাংসার কথা বলে তালবাহানা করতে থাকে। পরে সোমবার আমার স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেছে।


লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, মামলা দায়েরের পর সন্ধ্যায় আসামি পান্নু মোল্যা ও তার সহযোগী বড় ভাই বাবু মোল্যার স্ত্রী শারমিন আক্তারকে আটক করেছি। মঙ্গলবার (১১মার্চ) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে ।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com