
নরসিংদীতে অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। ১০ মার্চ, সোমবার সকালে এ অভিযানের খবর টের পেয়ে সটকে পড়ে বালু উত্তোলনকারীরা।
নরসিংদী সদর উপজেলা ও রায়পুরা উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমি হতে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
নির্দেশনা মোতাবেক সোমবার সকাল ৯টার দিকে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের নিয়ে অভিযানে যান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রাজীব দাশ পুরকায়স্থ ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চরমাধবপুর মৌজা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানের যাওয়ার খবর পেয়েই সটকে পড়ে বালু উত্তোলনকারীরা।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন জানান, ঘটনাস্থলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের চিহ্ন পাওয়া গেছে। তবে এ সময় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]