
পিরোজপুরের কাউখালীতে একাধিক মামলার আসামি ও যুবলীগের ক্যাডার সরোয়ার হোসেন আকন (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (৯ মার্চ) রাতে উপজেলার শিয়ালকাঠী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুরে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করে। গ্রেপ্তার সরোয়ার হোসেন আকন শিয়ালকাঠী গ্রামের মৃত আশ্রাব আলী আকনের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোলায়মান।
মামলার বাদী অভিযোগ করে বলেন, সরোয়ারের সহযোগী কামাল আকনকে গ্রেফতার করেতে পারেনি সাত মাসেও। কাউখালীর এই যুবলীগ ক্যাডার সরোয়ার আকন কাউখালী উপজেলা বিএনপি কার্যালয় ও পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাংচুরের অভিযোগে মামলার এজাহারভুক্ত আসামি।
বিবার্তা/রবিন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]