সরিষাবাড়ীতে বিপুল হত্যায় ব্যবহৃত ৪ টি অস্ত্র উদ্ধার
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ২২:২৮
সরিষাবাড়ীতে বিপুল হত্যায় ব্যবহৃত ৪ টি অস্ত্র উদ্ধার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে একই পরিবারের ২ সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে জখন ও আতাউর রহমান বিপুল মিয়াকে হাত পা কেটে বিচ্ছিন্ন করে হত্যার মামলার প্রধান আসামি আসাদুজ্জামান আপেল (৪০) কে নিয়ে হত্যার অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।


৭ মার্চ, শুক্রবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকা থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।


জানা যায়, বিপুল ও চাচাতো ভাই আপেলের সাথে জমির বিরোধের জের ধরে গত ১৭ই জানুয়ারি দেশীয় অস্ত্র নিয়ে বিপুল, মুক্তা ও আসমা বেগমের উপর হামলা চালায় আসাদুজ্জামান আপেলসহ তার লোকজন। এসময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুলকে মৃত ঘোষণা করে।


এ ঘটনায় ১৭ জানুয়ারি নিহতের বড় ভাই আল-আমিন বাদী হয়ে আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় ১০ জনের নামে হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি আপেল সহ ৭ জনকে গ্রেপ্তার করে। শুক্রবার সকালে হত্যাকান্ডের মুল হোতা আপেল কে নিয়ে ঘটনা স্থলে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করতে আসে সরিষাবাড়ি থানা পুলিশ। এসময় নিহত বিপুলের বাড়ির পেছনে আপেলের দেখানো বাঁশঝাড়ের ভেতর থেকে স্থানীয়দের উপস্থিতে ২ টি রামদা, ১ টি সামরাই ও ১ টি চাইনিজ কুরাল উদ্ধার করে পুলিশ।


এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: চাঁদ মিয়া বলেন, বিপুল হত্যার প্রধান আসামি আপেলকে নিয়ে এলাকাবাসীর সামনে হত্যায় ব্যবহৃত ৪ টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধারের পর ঘাতক আপেলকে পুনরায় জেল হাজতে পাঠানো হয়েছে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com