কুষ্টিয়ায় উপদেষ্টা আসিফ মাহমুদ
'আবরার ফাহাদ আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি'
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০০:১৭
'আবরার ফাহাদ আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি'
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, পরাজিত ফ্যাসিবাদি তাদের দোসর পরাশক্তিকে সাথে নিয়ে দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। নানা ছোটখাটো ইস্যুতে জনগণকে বিভক্ত করার একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেবার যড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। নানা ধরনের উগ্রবাদীদের সুযোগ করে দেওয়া হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ধরনের যেকোন প্রচেষ্টাকে অর্ন্তবর্তীকালীন সরকার কঠোর হস্তে দমন করবে। সেই প্রক্রিয়ায় জনগণের সার্বিক অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করি।


উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেন, আবরার ফাহাদ শুধু একটা নাম না, আবরার ফাহাদ আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা জার্নি এবং সেই জার্নির একটা অন্যতম অর্জন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান।


৬ মার্চ, বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ ষ্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থুনে এদেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদ থেকে। জুলাই গণঅভ্যুত্থানে আগ্রাসন থেকে মুক্তির জন্য এদেশের তরুণেরা ঝাকে ঝাকে ঝাপিয়ে পড়েছে রাজপথে এবং অবশেষে আমরা আগ্রাসী পরাশক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড় খুটি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করতে সক্ষম হয়েছি।


তিনি বলেন, আমাদের এই দীর্ঘ ফ্যাসিবাধবিরোধী সংগ্রামে, আগ্রাসন বিরোধী সংগ্রামে আবরার ফাহাদসহ আরও যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে যেন এই বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, ভবিষ্যত প্রজন্ম আজন্ম মনে রাখে, সেই জন্য এই কুষ্টিয়া ষ্টেডিয়ামের নাম আবরার ফাহাদের নামে করা হয়েছে। এর আগে বেলা ১২টায় আসিফ মাহমুদের উপস্থিতিতে শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ ষ্টেডিয়ামের উদ্বোধন করেন। এসময় সেখানে আবরারের মা রোকেয়া খাতুন উপস্থিত ছিলেন।


ষ্টেডিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সেখানে বিশেষ অতিথি ছিলেন যুুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জায়েদী,জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।


এরও আগে বেলা ১১টায় কুষ্টিয়া কুমারখালী কয়া ইউনিয়নে রায়ডাঙ্গা গ্রামে আবরার ফাহাদের নামে মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন আসিফ মাহমুদ এবং সেখানে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি। এরপর বেলা ২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


বিবার্তা/শরীফু্ল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com