রাস্তার পাশে ফেলে যাওয়া শিশুটিকে অবশেষে পরিবারের কাছে হস্তান্তর
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ২৩:৪২
রাস্তার পাশে ফেলে যাওয়া শিশুটিকে অবশেষে পরিবারের কাছে হস্তান্তর
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের বিরানপুরে রাস্তার পাশে বাগানে ফেলে রেখে যাওয়া ফুটফুটে কন্যা শিশুটির পরিবারের সন্ধ্যান পাওয়ায় তার খালার কাছে শিশুটিকে হস্তান্তর করেন উপজেলা প্রশাসন ও পুলিশ।


বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিরামপুরে রাস্তার পাশে বাগানে ফেলে রেখে যাওয়া মেয়ে শিশুটিকে বিরামপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।


বিরামপুর থানায় শিশুটির খালা সাবিনা পারভীন সাংবাদিকদের জানান, শিশুটির মা মানসিক প্রতিবন্ধী ও বাবা দীর্ঘদিন থেকে নিখোঁজ রয়েছে। জন্মের পর থেকে শিশুটিকে তিনি দেখাশোনা করে আসছেন। শিশুটির খালা মাটি কাটার দিন মজুরের কাজ করেন। যেদিন কাজ থাকে সেই দিনগুলোতে দিনের বেলায় একশত টাকার বিনিময়ে প্রতিবেশি এক মহিলার কাছে শিশুটিকে রেখে তিনি কাজ করতে যান। আজকেও সকালে শিশুটিকে রেখে কাজে গেলে দেখভাল করা সে মহিলা জয়পুরহাট রেল স্টেশন থেকে শিশুটিকে নিয়ে ট্রেনে চেপে ভিক্ষা করতে করতে বিরামপুরে এসে শিশুটিকে ফেলে রেখে চলে যায়। শিশুটির খালা অনেক খোঁজাখুজির পরে স্থানীয় একজনের ফেসবুকে ছবি দেখে শিশুটিকে চিনতে পেরে বিরামপুর থানায় এসে শিশুটিকে খুঁজে পান।


শিশুটির পরিচয় নিশ্চিত হয়ে আজ রাত সাড়ে ৮টায় শিশুটিকে তার খালার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।


এসময় বিরামপুর থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) আতাউর রহমান ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, আজ দুপুরের দিকে বিরামপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের মাহমুদপুর মুন্সীপাড়াতে রাস্তার পাশে বাগানে ১৮ মাস বয়সী মেয়ে শিশুটিকে স্থানীয়রা একা দেখে শিশুটিকে থানায় নিয়ে আসেন এবং অনেকে ফেসবুকে শিশুটির পরিবারের খোঁজে ছবি পোস্ট করেন। শিশুটির নাম- হালিমা আকতার পিংকি, বয়স ১৮ মাস। শিশুটি তার খালা সাবিনা পারভীনের সাথে জয়পুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের দেবীপুর রেলগেট এলাকায় বসবাস করে বলে জানা গেছে।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com