
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় ২জন নাগরিককে আটক করেছে বিজিবি। সীমানা অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে তাদের আটক করা হয়। পরে বিএসএফ’র অনুরোধে বিজিবি’র হাতে আটক ভারতীয় দুই নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১.৩০টার দিকে ভারতীয় দুই নাগরিক আবু সাঈদ (৫৫) ও কালু হালদার (৫৫) সীমান্ত পিলার ৮৫/১৩-এস সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। এসময় ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী বিওপি’র টহল দল দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের আলিমডোবা মাঠ থেকে তাদের আটক করে। আটক ভারতীয়দের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার বিশ^াসপাড়া গ্রামে এবং তারা মৃত ইমাম বক্স ও মৃত শরৎ হালদারের ছেলে। বিজিবি’র জিজ্ঞাসাবাদে আটক ভারতীয়রা জানায়, ভুলবশত তারা সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশে করেছিল।
বিজিবি’র হাতে ভারতীয় দুই নাগরিক আটকের খবর পেয়ে বিএসএফ তাদের ফেরত চেয়ে পত্র দেয়। পত্র পেয়ে একইদিন বিকেল ৫.৩০টায় ৮৫/১৩-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চরচিলমারী কোম্পানী কমান্ডার ও বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ ব্যাটালিয়ন চরভদ্রা কোম্পানী কমান্ডার। ৫.৪০টা পর্যন্ত চলা পতাকা বৈঠক শেষে বিজিবি’র হাতে আটক ভারতীয় দুই নাগরিককে বিএসএফ’র কাছে হস্তান্তর করে বিজিবি।
এমন কার্যক্রমের মাধ্যমে বিজিবি তার পেশাদারিত্ব, মানবিক মূল্যবোধ ও আন্তঃসীমান্ত সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]