পর্দার আড়ালে চোরাই তেলের রমরমা বাণিজ্য
প্রকাশ : ০৪ মার্চ ২০২৫, ১২:২৯
পর্দার আড়ালে চোরাই তেলের রমরমা বাণিজ্য
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার সাভারে অসাধু ব্যক্তিদের ছত্রছায়ায় গড়ে উঠেছে চোরাই তেলের রমরমা ব্যবসা। অবৈধ এ ব্যবসার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চোরাই তেলের ব্যবসা পরিচালিত হলেও এসব দেখার যেন কেউ নেই।


স্থানীয়দের অভিযোগ, পুলিশকে নিয়মিত মাসোহারা দিয়ে চলছে এই ব্যবসা। সরে জমিনে অনুসন্ধানে দেখা যায়, এসব জায়গায় পর্দার আড়ালে, ট্রাক, লরি , প্রাইভেটকার, মাইক্রোবাস ও কাভার্ডভ্যানসহ বিভিন্ন ধরনের পরিবহণ চালকদের কাছ থেকে নামমাত্র মূল্যে তেল কিনে তা বাজারের নির্ধারিত মূলের কাছাকাছি মূল্যে বিক্রি করে থাকেন তেল চোরাকারবারি। এতে গাড়ির মালিক ও ভোক্তারা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


স্থানীয়রা জানান, প্রথমে এসব খুচরা তেল বিক্রির ব্যবসা শুরু করেন চোরাকারবারিরা। শুরু থেকেই দেশের বড় বড় শিল্প কারখানার পণ্য পরিবহণকারী ট্রাক, লরি ও কাভার্ডভ্যানের চালকদের কাছ থেকে প্রতিদিন শত শত লিটার তেল পানির দরে কিনতে থাকেন। তবে বিক্রি করেন বাজারমূল্যেই। এভাবে প্রতিদিন এখানে বেচাকেনা হয় হাজার লিটার তেল। গাড়ি ভেদে ১০, ২০, ৩০, ৪০ ও ৫০ লিটার তেল কেনা হয়।


নাম প্রকাশ না করার শর্তে একটি পরিবহণের মালিক বলেন, পণ্য সরবরাহের জন্য পরিবহণ নিয়ে চালক যখন বের হয় তখন ফুলট্যাংকি তেল দেয়া হয়। রাস্তায় জ্যামে বসে থেকে ও রাস্তা ঘুরে যাওয়ার অজুহাত দেখিয়ে এসব তেল চোরাকারবারির কাছে অত্যন্ত কমদামে এ তেল বিক্রি করে থাকে চালকরা।


এ ব্যাপারে চোরাই তেলের ব্যবসায়ীরা বলেন, বিপদে পড়ে যদি কেউ গাড়ি থেকে স্বেচ্ছায় তেল বিক্রি করতে চায় তাহলে সেই তেল আমরা কিনে থাকি। তবে কাউকে গাড়ির তেল বিক্রিতে বাধ্য করি না আমরা।


এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা জানিয়েছেন, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/বাশার/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com