জামালপুরে শ্রেষ্ঠ পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩
জামালপুরে শ্রেষ্ঠ পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জেলা পুলিশ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত গাবরাখালী গারো পাহাড় পর্যটনকেন্দ্র নিথোয়া মঞ্চ হালুয়াঘাট ভেন্যুতে ময়মনসিংহ রেঞ্জের জানুয়ারি/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো. আশরাফুর রহমানের সভাপতিত্বে উক্ত সভার শুরুতে ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের অফিসারদের বিভিন্ন ক্যাটাগরিতে অভিন্ন মানদণ্ড ও মূল্যায়ন নীতিমালা অনুযায়ী কৃতিত্বপূর্ণ সাফল্যের আলোকে জানুয়ারি/২০২৫ মাসের শ্রেষ্ঠ জেলা/পুলিশ সুপার হিসেবে মনোনিত হন জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা। এছাড়াও একই সভায় জামালপুর জেলায় শ্রেষ্ঠ সার্কেল সহকারী পুলিশ সুপার নির্বাচিত হন ইসলামপুর সার্কেলের অভিজিত দাস।


সভায় ডিআইজি তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের কৃতিত্ব স্বরূপ নিজ হাতে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করেন।


সভায় ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড.মো. আশরাফুর রহমান অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন।


বিবার্তা/ওসমান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com