
রাজধানীর গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠিত কামাল স্মৃতি পাঠাগারের ব্যতিক্রমী এক আয়োজনে গল্প বলে পুরস্কৃত হলো শিশুরা। আয়োজনটি ছিল, "শিশুর কণ্ঠে গল্প শুনি"। গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় "শিশুর কণ্ঠে গল্প শুনি" প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক জনাব আফসানা বেগম এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি গ্রন্থাগার সংহতির সদস্য সচিব মোহাম্মদ জহিরুদ্দিন। সভাপতিত্ব করেন কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি আবু তাহের বকুল। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি নুসরাত ইয়াসমিন রুম্পা।
অনুষ্ঠানের শুরুতে পাঠাগারের শিশু পাঠকদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে তারা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে। প্রতিযোগিতার সেরা ২০ প্রতিযোগীর মধ্যে দুইজন দর্শকদের সামনে তাদের গল্প বলার দক্ষতা প্রদর্শন করে। ক বিভাগ থেকে সৈয়দা নাজীবা নোরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর "টুনটুনি ও বিড়ালের কথা" গল্প পরিবেশন করেন এবং খ বিভাগের প্রতিযোগী ওয়াসিফা নাজনীন "টুনটুনি ও রাজার গল্প" পরিবেশন করে। পুরস্কার বিতরণ এর পূর্বে তারাবীহ হক আজমী এবং আতিকা আমিন অপি এই প্রতিযোগিতায় অংশগ্রহণে তাদের অনুভূতি ব্যক্ত করে।
পুরস্কারপ্রাপ্ত প্রতিযোগীরা:
ক বিভাগ: ১. সৈয়দা নাজীবা নোরা
২. আবিয়া আমিন যোয়া
৩. আসফিয়া জাহান আফরিন
৪. যায়নাব নূর
৫. তারাবীহ হক আজমী
৬. নুসাইবা আমিন আরিশা
৭. রুফায়দা ইসলাম
৮. তাসনিম ইসলাম
৯. সুরাইয়া আক্তার
১০. সুমাইয়া আক্তার সিমরান
খ বিভাগ: ১. আতিকা আমিন অপি
২. ওয়াসিফা নাজনীন
৩. স্পর্শিয়া প্রাপ্তি
৪. মাহিরা আক্তার
৫. মেহের নিগার মহুয়া
৬. তাইয়েবা নূর ফাতেমা
৭. রূহামা আমিন নুহা
৮. সমাদৃতা দাস লিরিক
৯. প্রাপ্য সাহা
১০. সিদরাতুল মুনতাহা
প্রধান অতিথি তার বক্তব্যে সমাজে পাঠাগারের ভূমিকা ও প্রতিটি স্কুলে পাঠাগার থাকা জরুরি বলে উল্লেখ করেন। এই প্রতিযোগিতায় গেণ্ডারিয়া ও আশেপাশের ১৭টি স্কুলের প্রায় ১৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে সকল প্রতিযোগীকে শুভেচ্ছা পুরস্কার, বই ও সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন
মোহাম্মদ বকুল ইমাম – সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ফজলুল হক মহিলা কলেজ
আবীর শ্রেষ্ঠ – আবৃত্তি শিল্পী ও সাংবাদিক
নুসরাত ইয়াসমিন রুম্পা – আবৃত্তি প্রশিক্ষক
নাদিরা আশরাফ – সংবাদ উপস্থাপক, বাংলা ভিশন
আবু তাহের বকুল – সভাপতি, কামাল স্মৃতি পাঠাগার
লায়লা হামিদ – জ্যেষ্ঠ শিক্ষক, গেণ্ডারিয়া হাই স্কুল
ইকবাল হাফিজ – সহ-সভাপতি, দনিয়া সবুজ কুড়ি কচি-কাঁচার মেলা
ইয়াসমিন আখতার খান – অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, পগোজ ল্যাবরেটরি স্কুল ও কলেজ (প্রভাতী শাখা)
শিশু ও অভিভাবকদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠান। ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিত করার আশাবাদ ব্যক্তকরেন অতিথিবৃন্দ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]