গড়াই নদী থেকে গলা কাটা লাশ উদ্ধার
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৫৪
গড়াই নদী থেকে গলা কাটা লাশ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দির গড়াই নদীর চর থেকে উৎপল বিশ্বাস (৫০) নামের এক ব্যাক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২০ ফেব্রুযারি) দুপুরে উপজেলার জঙ্গল ইউনিয়নের গড়াই নদী থেকে নৌ-পুলিশ ও বালিয়াকান্দি থানা পুলিশ গলাকাটা লাশ উদ্ধার করে।


উৎপল বিশ্বাস জঙ্গল ইউনিয়নের পুষআমলা গ্রামের বীরেন্দ্র নাথ বিম্বাসের ছেলে।


জানায়ায়, উপজেলার জঙ্গল ইউনিয়নে পুষআমলা গ্রামে গড়াই নদীর মাঝে চরে আটকে থাকা একজনের লাশ দেখতে পেয়ে বালিয়াকান্দি থানা ও পার্শ্ববর্তী মাগুড়া জেলার শ্রীপুর থানাকে খবর দেয়।লাশটি বালিয়াকান্দি মৌজার মধ্যে পাওয়া যাওয়ায় বালিয়াকান্দি থানা পুলিশ নৌ-পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে।


পরিবার সূত্রে জানাযায়, গত১৬ ফেব্রুয়ারী রাতে উৎপল বিশ্বাস জঙ্গল বাজারে নামযজ্ঞ দেখতে বাড়ী থেকে বের হয়। রাতে আর বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজা খুজি করে আসছিলো।


বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ ওসি জামাল উদ্দিন বলেন, উৎপল বিশ্বাস নামের একজনের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের লোকজন লাশ সনাক্ত করেছে। নৌ-পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরন করেছে।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com