
দিনাজপুরের খানসামায় একটি পোল্ট্রি মুরগির খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারে থাকা ৩ হাজার মুরগি পুড়ে মারা গেছে এবং খামারের সকল স্থাপনা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। মালিকদের দাবি, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী বটতলা বাজার সংলগ্ন একটি পোল্ট্রি খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওই এলাকার স্থানীয় তিন ব্যক্তি বেলাল ইসলাম (৩০), রশিদ ইসলাম (৪০) ও হাচান (৩৫) যৌথভাবে এই খামার পরিচালনা করেন বলে জানা গেছে।
ক্ষতিগ্রস্ত মালিক হাচান, বেলাল ইসলাম ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো খামারে ছড়িয়ে পড়ে। এতে খামারে থাকা ১৫ দিন বয়সী ৩ হাজার মুরগি ও সকল স্থাপনা সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার আবু সায়েম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, এ অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। অগ্নিকাণ্ড প্রতিরোধে সবাইকে আরও সচেতন হতে হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিবার্তা/জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]