
ফেনীর সোনাগাজীতে আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে ঘর উপহার দিয়েছে উপজেলা জামায়াত ইসলামী।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপহারের ঘর উদ্বোধন করেন ফেনী-৩ আসনে জামায়াতের এমপি প্রার্থী কেন্দ্রীয় শুরা সদস্য ডা. ফখরুদ্দিন মানিক।
জানা গেছে, গত ২১ আগস্টে উজানের ঢলে পানিসহ ১২টি জেলায় ভয়ঙ্কর বন্যার সৃষ্টি হয়। এতে ফেনীর সহস্রাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়। একইভাবে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর গ্রামের কারিগর বাড়ির মোহাম্মদ ইলিয়াছ ও ছেমনা খাতুনের ঘর ক্ষতিগ্রস্ত হয়। তাদের ঘর নির্মাণে সহায়তা প্রদান করেন সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামী।
এসময় উপস্থিত ছিলেন ডা. ফখরুদ্দিন মানিক, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা সহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মীবৃন্দ।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]