না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক জুলফিকুর রহমান
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৯
না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক জুলফিকুর রহমান
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক, মাইটিভি ও ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি এ এস এম জুলফিকুর রহমান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।


শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ১২ টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিনিয়র এই সাংবাদিক ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাংবাদিকতার পাশাপাশি ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর গীতিকার, কবি, কলামিস্ট, সাহিত্যিক ও নাট্যকার ছিলেন।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে তার মরদেহ সরিষাবাড়ীর সাতপোয়া ইউনিয়নের চর জামিরা গ্রামে তার নিজ বাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা সরিষাবাড়ী গণময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় সরিষাবাড়ী প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা শেষে শিমলা বাজার কেন্দ্রীয় করবস্থানে দাফন করা হবে।


মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন কন্যা ও দুই পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।


তার মৃত্যুতে গভীর শোক এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম হোসাইন, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সাবেক সভাপতি সোলায়মান হোসেন হরেক, সাবেক অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ মনির সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com