
ঝিনাইদহের মহেশপুরে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফয়েজ উদ্দীন মৃধা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারজানা নাজনীন শাম্মী, সহকারী পল্লি উন্নয়ন (ইরেসপো) কর্মকর্তা পমেট চন্দ্র বর্মন প্রমুখ।
পরে কিশোরীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]