
নরসিংদীর রায়পুরায় স্ত্রী পাপিয়া সুলতানা রুমার শাবলের আঘাতে স্বামী আবুল কাসেম (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরার মহিষমারা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আবুল কাসেম একই এলাকার মৃত বারেক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে নিজ বাড়িতে পারিবারিক কাজের বিষয়ে স্ত্রী পাপিয়া সুলতানা রুমা (৪২) এর সাথে কথা কাটাকাটি হয় তার স্বামী আবুল কাশেমের। কথা কাটাকাটির এক একপর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী রুমা, আবুল কাশেমের মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘাতক স্ত্রী পাপিয়া সুলতানা রুমার ভাষ্যমতে, তিনি তার স্বামীর মাথায় শাবল দিয়ে একাধিক আঘাত করেন। অতঃপর স্বামী মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় পল্লী চিকিৎসক ঘটনাস্থলে এসে তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার উপপরিদর্শক শফিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারী পাপিয়া সুলতানা রুমাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]