ফকিরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫২
ফকিরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
খুলনা (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে সুমাইয়া সারমিন (৩১) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে সুমাইয়া সারমিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।


নিহত গৃহবধূ সুমাইয়া সারমিন নড়াইল জেলা সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে। তার ১০ বছরে একটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে। ব্যাগে পাওয়া একটি হাসপাতালের টিকিটের সূত্রধরে পরিচয় পাওয়া গেছে।


ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর বলেন, উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পরিবারের লোকজন থানা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এসময় পুকুরে দুটি পা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে অবহিত করেন। ইট বাঁধা, গলায় কালো রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।


তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কি কারণে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com