
ঝিনাইদহের মহেশপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোয়ালহুদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন সাড়াতলা গ্রামের মিনাজ উদ্দীনের ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পার্শ্ববর্তী সাড়াতলা গ্রামের কৃষক নাজিম উদ্দিন সকালে মোটরসাইকেলযোগে বাড়ি থেকে খালিশপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে খালিশপুর-চুয়াডাঙ্গা সড়কের গোয়ালহুদা গ্রামের হক ব্রিকস এলাকার কাছে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নাজিম উদ্দিন মারা যায়।
মহেশপুর থানার ওসি মোহাম্মদ ফয়েস উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠিয়েছে। পরিবারের কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে ।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]