
রাজবাড়ীর কালুখালীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে মো. শুক চাঁদ আলী শেখ (৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
কৃষক শুক চাঁদ আলী শেখ কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বানজানা গ্রামের মৃত আহম্মেদ আলী শেখের ছেলে। তার স্ত্রী হাচিনা বেগম, তিনিও একই এলাকার মৃত জসিমউদদীনের মেয়ে।
মৃগী ইউনিয়ন পরিষদের সদস্য শরিফুল ইসলাম বলেন, আজ সকাল ১১ টার দিকে শুক চাঁদ আলী ও তার স্ত্রী হাচিনা বেগমের মধ্যে ঝগড়া বাঁধে। পরে শুক চাঁদ ঘরে থাকা বিষাক্ত কীটনাশক খেয়ে নেয়।বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহম্মদ সালাউদ্দিন জানান, আমরা খবর পেয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৃষক শুক চাঁদ আলী শেখের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে।
বিবার্তা/মিঠুন/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]