
সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৪ এ জেলা পর্যায়ে বালক ও বালিকা উভয় গ্রুপেই চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুরের খানসামা উপজেলার ২ প্রতিষ্ঠান। বালক গ্রুপে চ্যাম্পিয়ন কুমড়িয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা গ্রুপে আলোকঝাড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই উপজেলার দুই প্রতিষ্ঠানের সাফল্যে গর্বিত উপজেলা প্রশাসন, প্রাথমিক শিক্ষা বিভাগ, শিক্ষক, সহপাঠী, অভিভাবক ও উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
বুধবার (২২ জানুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপ-শহর স্কুল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
এমন সাফল্যে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে কুমড়িয়া-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম ও আলোকঝাড়ি-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, যেকোনো অর্জন সত্যিই ভালো লাগে। এমন অর্জন আগামী দিনের জন্য দায়িত্ব বাড়ায়। সবার সহযোগিতা ও পরামর্শে এই অর্জনের ধারা আগামী দিনেও বজায় থাকবে বলে জানায় এই দুই শিক্ষক।
শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, তাদের ওই সাফল্যে খানসামা উপজেলা আজ প্রশংসিত। এমন সাফল্য ধরে রাখতে উপজেলা প্রশাসন সার্বিক বিষয়ে সহযোগিতা প্রদান করবে।
বিবার্তা/জামান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]