
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৪৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি ।
সোমবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত থেকে এ মদ জব্দ করা হয়।
কমান্ডার কর্নেল আজিজুস শাহিদ জানান, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৬০/৩১ এর দেড়শো গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা হয়েছে ।
বিবার্তা/রায়হান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]