
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। যা আগে বিশ্ববিদ্যালয়ে মোট ১১ শতাংশের বেশি কোটাব্যবস্থা কার্যকর ছিল।
রবিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির ৮৩ তম অ্যাকাডেমিক কাউন্সিলর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
অ্যাকাডেমিক কাউন্সিলর সভা সিদ্ধান্ত অনুযায়ী কোটার সংখ্যা কমিয়ে তা আরও যৌক্তিক করা হয়েছে। সংশোধিত কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা তিন শতাংশ, প্রতিবন্ধী কোটা এক শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি কোটা এক শতাংশ রাখা হয়েছে। তবে কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধাতালিকা থেকে সেই আসন পূরণ করা হবে।
প্রসঙ্গত, শেকৃবিতে আগে ১১ শতাংশের বেশি কোটা ব্যবস্থা কার্যকর ছিল। এ সিদ্ধান্তের মাধ্যমে কোটার পরিমাণ কমিয়ে তা আরও যৌক্তিক করার উদ্যোগ নেয়া হয়েছে। শেকৃবি প্রশাসনকে এ সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীদের একটি বড় অংশ ধন্যবাদ জানিয়েছে। এই সিদ্ধান্ত শেকৃবির ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও ন্যায়সংগত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিবার্তা/ফাহিম/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]