
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে রাতের অন্ধকারে অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ১১টি মাটিভর্তি ট্রাক্টর আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্ট না করে প্রত্যেক ট্রাক্টরকে ১০ হাজার করে মোট ১ লাখ ১০ টাকা জরিমানা আদায় করে এসব ট্রাক্টরকে ছেড়ে দেয়া হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াতমোড় এলাকায় এসব ট্রাক্টর আটক করা হয়। পরে রবিবার (১৯ জানুয়ারি) জরিমানা আদায় করে এসব ট্রাক্টর ছেড়ে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দীন গণমাধ্যমকে জানান, রাতে মাটিভর্তি এসব ১১টি ট্রাক্টর জব্দ করে ইসলামপুর তদন্ত কেন্দ্রে রাখা হয়। পরে রবিবার (১৯ জানুয়ারী) প্রত্যেক গাড়িতে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। ট্রাক্টরের রেজিষ্ট্রেশন না থাকায় জরিমানা নিয়ে মাটিভর্তি ট্রাক্টরগুলো ছেড়ে দেয়া হয়েছে। পরে গণমাধ্যমকর্মীরা রবিবার (১৯ জানুয়ারি) রাত ১১.৩০ মিনিটের সময় সরেজমিন গিয়ে পুনরায় পদ্মা নদী থেকে বালু উত্তোলন দেখতে পেয়ে প্রশাসনকে অবহিত করে।
বিবার্তা/মোস্তাফিজুর/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]