সোনাগাজীতে সন্ত্রাসী রানা মাদক ও অস্ত্রসহ গ্রেফতার
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ১২:০২
সোনাগাজীতে সন্ত্রাসী রানা মাদক ও অস্ত্রসহ গ্রেফতার
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীর সোনাগাজী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা আবদুল মোমিন রানা (৩০) কে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি টহলদল। গ্রেফতারের সময় তার ঘর থেকে চাপাতি, ছেনা, চকলেট বোমা ও গাঁজা উদ্ধার করা হয়।


১৫ জানুয়ারি, বুধবার সকালে তাকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান সোনাগাজী থানার ওসি।


জানা গেছে, মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে সোনাগাজী মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ টহলদল পৌরসভার পূর্ব তুলাতলী গ্রামের বৈদ্য বাড়িতে অভিযান চালান।


বুলু বৈদ্যের বসতঘরে তল্লাশি করে ৩০টি চকলেট বোমা, ২০০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল সেট, একটি চাপাতি ও একটি ছেনা জব্দ করা হয়। এসময় নুরুল ইসলাম বুলু বৈদ্যের ছেলে আবদুল মোমিন রানা বৈদ্যকে গ্রেফতার করা হয়।


সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. বায়েজীদ আকন বলেন, রানা সোনাগাজী থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ৬টি মামলা রয়েছে। মাদক, বিষ্ফোরক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/মনির/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com