গুরুদাসপুরে ২ চানাচুর ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:১৫
গুরুদাসপুরে ২ চানাচুর ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে দুই চানাচুর কারখানাকে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ এ অভিযানে ভ্রাম্যমান আদলত পরিচালনা করেন সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।


জানা যায়, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা সত্বেও ট্যাগ ব্যবহার করে পৌর সদরের খামারনাচকৈড় মহল্লার ডলার চানাচুর ফ্যাক্টরি ও মেসার্স ফকির চানাচুর ফ্যাক্টরি অবৈধভাবে ব্যবসা করে আসছিল। বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দুই ফ্যাক্টরীকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় রাজশাহী বিএসটিআই বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে ওই দুই চানাচুর ফ্যাক্টরিকে জরিমানা করা হয়। জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/জনি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com