গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২১:২৮
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিজয়ের মাসে এক অনন্য আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে বাংলাদেশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে।



মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইএসপিআর।



আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে এই কৃতিত্ব অর্জিত হয়েছে। এই দলে বিডার আশিক চৌধুরীসহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা অন্তর্ভুক্ত ছিলেন। ব্যতিক্রমী এই অভিযানে আকাশপথে একসঙ্গে উড্ডয়ন করা হয় লাল-সবুজের ৫৪টি জাতীয় পতাকা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে সশস্ত্র বাহিনী বিভাগ (আর্মড ফোর্সেস ডিভিশন)।


আইএসপিআর আরও জানায়, Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)— শিরোনামে এই বিশ্বরেকর্ডটি অর্জন করেছে ‘টিম বাংলাদেশ’। এর মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ‘টাইটেল হোল্ডার’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করল।



এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে রাখা। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com