
মোংলার দিগরাজে ট্রেনের নিচে পড়ে এক শিশু নিহত হয়েছে । ১২ জানুয়ারি, রবিবার দুপুরে দিকে দিগরাজ লেভেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মরিয়ম খাতুন (৩)। নিহত মরিয়ম মোংলার সুন্দরবন ইউনিয়নের দিগরাজ গ্রামের রোকন শেখের মেয়ে।
স্থানীয়রা জানায়, দিগরাজ লেভেলক্রসিং এলাকায় আজ দুপুরে যাত্রী নিয়ে একটি বাস রেললাইন পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে মোংলাগামী কমিউটার ট্রেন দিগরাজ রেলক্রসিং এলাকায় পৌঁছায়। এরপর মোংলা থেকে খুলনা গামী যাত্রীবাহী বাসটি রেললাইন উপর চলে আসলে বাস থেকে যাত্রীরা দ্রুত নামার সময় চলন্ত ট্রেনটির নিচে পড়ে শিশুটি আহত হয়। আহত শিশুকে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এদিকে বাসটি নিরাপদে রেল লাইন থেকে সরে যায়। এসময় লেভেল ক্রসিং এলাকায় সিগনালম্যাান ছিল না। এর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা মোংলা-খুলনা মহাসড়কের দিগরাজ এলাকায় রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। পরে প্রায় দেড় ঘণ্টা পর নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের উপস্থিতিতে যান চলাচল স্বাভাবিক হয়।
বিবার্তা/জাহিদ/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]