দৌলতপুরে প্রতিপক্ষের হামলা, আহত ১৫
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪৯
দৌলতপুরে প্রতিপক্ষের হামলা, আহত ১৫
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। হামলার ঘটনায় ব্যাপক ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।


বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়ি গ্রামে হামলা ও লুটের এ ঘটনা ঘটে।


হামলকারীরা বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে বলে জানা গেছে। এসময় তারা ২০টি গরু, ২৫টি ছাগল সহ কমপক্ষে ৫০ লাখ টাকার সম্পদ ও গবাদি পশু লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে পোয়ালবাড়ি গ্রামের রুহুল (৩৬) ও মোতালেবের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র প্রতিপক্ষ একই গ্রামের বুলবুল আহমেদ, জসিম উদ্দীন, তৌহিদুল ইসলাম ও বকুল হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় হামলকারীদের বাঁধা দিতে গেলে সশস্ত্র প্রতিপক্ষ দুবৃর্ত্তরা তাদের বেধড়ক মারপিট ও কুপিয়ে জখম করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পর পর ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায়। তবে যাওয়ার সময় হামলকারীরা ২০টি গরু, ২৫টি ছাগল, স্বর্ণালংকারসহ কমপক্ষে ৫০ লাখ টাকার সম্পদ ও গবাদি পশু লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।


খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও মহিষককুন্ডি বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় অন্তত ১৫ জন আহত হলে ফরিদ (২২), জাহাঙ্গীর (২৬), সজিব (১৫)ও রিমন (১৭) কে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।


বিবার্তা/শরীফুল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com