সংবাদ প্রকাশের পরে বিএনপি নেতা সারোয়ার আলমের সকল পদ স্থগিত
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ২০:০৯
সংবাদ প্রকাশের পরে বিএনপি নেতা সারোয়ার আলমের সকল পদ স্থগিত
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অনলাইন পোর্টাল বিবার্তা২৪ডটনেট-এ সংবাদ প্রকাশের পরে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার আলিহাট ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. ছারোয়ার আলম-এর সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে।


শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাকিমপুর উপজেলা শাখার সভাপতি মো. ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে দলীয় এই সিদ্ধান্ত জানানো হয়েছে।


দলীয় সিদ্ধান্ত ও পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী।


পত্রে উল্লেখ করা হয়েছে ইতিপূর্বে হাকিমপুর উপজেলা বিএনপির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ছারোয়ার আলম এর বিরুদ্ধে বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়ায় তাকে সংশোধনের সুযোগ ও সতর্ক করে দেওয়া হয়। এতে সংশোধন না হওয়ায় সম্প্রতি চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গ ভাবমূর্তি নষ্ট করায় ছারোয়ার আলম এর ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার সদস্য পদসহ সকল পদ স্থগিত করা হয়েছে। পত্রে আরও বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তে চাঁদাবাজ ও দূর্নীতিবাজদের কোন ঠাই নেই।


উল্লেখ্য, গত ২ জানুয়ারি অনলাইন পোর্টাল বিবার্তা২৪ডটনেট-এ দিনাজপুরের হাকিমপুর "হিলিতে পুকুর খননে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ" শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদটি দলীয় নেতাকর্মীদের দৃষ্টিগোচর হলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/রববানী/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com