নরসিংদীতে
মুক্তিযুদ্ধের সংগঠক আবুল হাসিম মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৬
মুক্তিযুদ্ধের সংগঠক আবুল হাসিম মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবুল হাসিম মিয়ার ২৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।


শনিবার (৪ জানুয়ারি) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে আবুল হাসিম মিয়া স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার।


অনুষ্ঠানের শুরুতে রঞ্জিত কুমার সাহা রচিত ও সম্পাদিত “জীবন উৎসগীর্কৃত রাজনীতিবিদ জননেতা আবুল হাসিম মিয়া” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।


অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী ও সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চ্যাটার্জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোড়ক উন্মোচিত বই—এর লেখক-সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, ঐক্য ন্যাপ নরসিংদী জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আরমান মিয়া, জেলা সুজন সম্পাদক সাংবাদিক হলধর দাস, সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন, লেখক সামসুউদ্দিন ভূইয়া, মীর এমদাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান, মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী রাবেয়া খাতুন শান্তি, সাটিরপাড়া কালীকুমার ইন্সটিটিউশন স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দেব প্রসাদ সাহা, নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দেবনাথ, সমাজ সেবক ডা. বিজয় বনিক, নাট্যকার শাহ আলম মিয়া, অধ্যক্ষ আমজাদ হোসেন, সাবেক শিক্ষা অফিসার এ কে এম শাহজাহান, জেলা সিপিবির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শান্তি, বিশিষ্ট সমাজ সেবক আতিকুর রহমান রানা, প্রয়াত আবুল হাসিম মিয়ার ভাতিজা দীপুমনি প্রমুখ।


অনুষ্ঠানে শিক্ষা প্রসারের ক্ষেত্রে অমূল্য অবদান রাখায় প্রয়াত শিক্ষক আতাউর রহমান ভূইয়া (মরনোত্তর) এবং প্রফেসর মোহাম্মদ আলীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


অনুষ্ঠান সঞ্চালনা করেন উদীচী শিল্পী গোষ্ঠির নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক নেতা তপন কুমার আচার্য।


বিবার্তা/কামরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com